ঢাকা, ২৭ জুলাই ২০২৫; জিভিসি নিউজের উপদেষ্টা এবং মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামী ট্রাস্ট ফর চ্যারিটির সম্মানিত চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন সোহেল বাবু-কে জিভিসি নিউজের পক্ষ থেকে এক গৌরবোজ্জ্বল সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল, ২৬ জুলাই ২০২৫, জিভিসি নিউজের উপদেষ্টা হিসেবে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত হয় এই মর্যাদাপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিভিসি নিউজের উপদেষ্টামণ্ডলীর সভাপতি ডা. লকিয়ত উল্ল্যা, যাঁর হাত থেকেই জনাব সোহেল বাবু সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জিভিসি নিউজের সম্মানিত সম্পাদক এএফএম রাসেল পাটোয়ারী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সানা উল্লাহ পাটোয়ারী।
মানবতা, দায়িত্ব ও সমাজসেবায় এক উজ্জ্বল নাম: নাসির উদ্দিন সোহেল বাবু ;
জনাব নাসির উদ্দিন সোহেল বাবু-র প্রতি এই সম্মাননা কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং এটি তাঁর দীর্ঘদিনের মানবিক এবং সমাজকল্যাণমূলক কাজের প্রতি জাতির কৃতজ্ঞতার প্রতিফলন। একজন বিচক্ষণ উপদেষ্টা এবং মানবসেবায় নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে তিনি দেশের দরিদ্র ও অসহায় জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামী ট্রাস্ট ফর চ্যারিটির চেয়ারম্যান হিসেবে তিনি বহু ব্যতিক্রমধর্মী কর্মসূচি বাস্তবায়ন করেছেন—
অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তাএই উদ্যোগগুলো কেবল দান বা সহানুভূতির প্রকাশ নয়, বরং একটি টেকসই সমাজ গঠনের দিকেই তাঁর অগ্রগতি।
তিনি শুধু সহায়তা প্রদানেই থেমে থাকেননি; বরং আত্মনির্ভরতা সৃষ্টিতে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে বহু মানুষ আজ স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে গেছে। তাঁর এই উদার ও সুদূরপ্রসারী মানবিক দৃষ্টিভঙ্গি সমাজকে বদলে দেওয়ার একটি উদাহরণ।
উপদেষ্টা হিসেবে নতুন দিগন্তে জিভিসি নিউজ:
জিভিসি নিউজের উপদেষ্টা হিসেবে তাঁর সক্রিয় ভূমিকা সংবাদমাধ্যমটিকে আরো দায়িত্বশীল ও জনমুখী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে। এই সম্মাননা তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ এবং ভবিষ্যতে সমাজ উন্নয়নে তাঁর আরো বলিষ্ঠ অবদান রাখার প্রত্যাশার প্রতিফলন।
জনাব নাসির উদ্দিন সোহেল বাবু যেমন একজন নেতা, তেমনি একজন মানবিক চিন্তাবিদ। তাঁর নেতৃত্বে একটি মানবিক, ন্যায়ভিত্তিক এবং সহানুভূতিশীল সমাজ গঠনের স্বপ্ন আমরা আরও এক ধাপ এগিয়ে দেখছি।