১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুরের জাদুতে মোহিত এক সন্ধ্যা: ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২৩ Time View

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও প্রকাশক বহুমুখী শিল্প প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান-এর দ্বিতীয় একক সংগীত সন্ধ্যা—যেখানে সুর, কবিতা ও আবেগ একসাথে মিশে এক অন্য রকম আবহ তৈরি করে।

নির্বাচিত গানের তালিকা অনুযায়ী তিনি ধারাবাহিকভাবে একেএকে পরিবেশন করেন ২২ টি গান। যার প্রতিটি ছিল ভাবনাপ্রবণ, আবেগমথিত এবং নান্দনিক সুরে মোড়ানো। শুরুতেই তিনি গেয়ে শোনান “ও আমার দেশের মাটি” গানটি— রবীন্দ্রনাথ ঠাকুরের এই কালজয়ী গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় দেশপ্রেমের গভীর আবেগ ও সম্মান জানিয়ে। অনুষ্ঠানটিতে ড. খান আসাদুজ্জামান হাসন রাজা, দিজেন্দ্রলাল রায় (ডিএল রায়), রবীন্দ্রনাথ ঠাকুর, সলিল চৌধুরী, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দোপাধ্যায়সহ বিভিন্ন গুনী ব্যাক্তিত্বের গান পরিবেশন করেন।

বিশেষ আকর্ষণ ছিল ড. খান আসাদুজ্জামান- এর নিজের লেখা ও সুর করা ‘মা’ গানটি—যা দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানের প্রায় শেষ ভাগে বিশেষ আকর্ষণ হিসেবে ড. খান আসাদুজ্জামান ও এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রমা মীম দ্বৈত কন্ঠে দুটি গান পরিবেশন করেন। যা দর্শক শ্রোতাদের দারুণভাবে আলোরিত করেছিল।

প্রতিটি পরিবেশনার পর শ্রোতাদের করতালিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে। গানের মধ্য দিয়ে উঠে আসে দেশপ্রেম, আত্মত্যাগ, ভালোবাসা ও ব্যক্তিগত অনুভবের গল্প। ড. খান আসাদুজ্জামান কণ্ঠ ও হৃদয়ের অপূর্ব মেলবন্ধনে শ্রোতাদের এক অনন্য অভিজ্ঞতার স্বাদ দেন।

সংগীত সন্ধ্যা শেষে শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। দর্শক-শ্রোতারা এমন একটি শিল্পগুণে ভরপুর সন্ধ্যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা রাখেন। উল্লেখ্য যে, ড. খান আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গৌরীপ্রসন্ন মজুমদার ও পুলক বন্দোপাধ্যায়ের গানের শিল্পমূল্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাবধানে সড়কে চলি

সুরের জাদুতে মোহিত এক সন্ধ্যা: ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

Update Time : ০৫:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও প্রকাশক বহুমুখী শিল্প প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান-এর দ্বিতীয় একক সংগীত সন্ধ্যা—যেখানে সুর, কবিতা ও আবেগ একসাথে মিশে এক অন্য রকম আবহ তৈরি করে।

নির্বাচিত গানের তালিকা অনুযায়ী তিনি ধারাবাহিকভাবে একেএকে পরিবেশন করেন ২২ টি গান। যার প্রতিটি ছিল ভাবনাপ্রবণ, আবেগমথিত এবং নান্দনিক সুরে মোড়ানো। শুরুতেই তিনি গেয়ে শোনান “ও আমার দেশের মাটি” গানটি— রবীন্দ্রনাথ ঠাকুরের এই কালজয়ী গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় দেশপ্রেমের গভীর আবেগ ও সম্মান জানিয়ে। অনুষ্ঠানটিতে ড. খান আসাদুজ্জামান হাসন রাজা, দিজেন্দ্রলাল রায় (ডিএল রায়), রবীন্দ্রনাথ ঠাকুর, সলিল চৌধুরী, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দোপাধ্যায়সহ বিভিন্ন গুনী ব্যাক্তিত্বের গান পরিবেশন করেন।

বিশেষ আকর্ষণ ছিল ড. খান আসাদুজ্জামান- এর নিজের লেখা ও সুর করা ‘মা’ গানটি—যা দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানের প্রায় শেষ ভাগে বিশেষ আকর্ষণ হিসেবে ড. খান আসাদুজ্জামান ও এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রমা মীম দ্বৈত কন্ঠে দুটি গান পরিবেশন করেন। যা দর্শক শ্রোতাদের দারুণভাবে আলোরিত করেছিল।

প্রতিটি পরিবেশনার পর শ্রোতাদের করতালিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে। গানের মধ্য দিয়ে উঠে আসে দেশপ্রেম, আত্মত্যাগ, ভালোবাসা ও ব্যক্তিগত অনুভবের গল্প। ড. খান আসাদুজ্জামান কণ্ঠ ও হৃদয়ের অপূর্ব মেলবন্ধনে শ্রোতাদের এক অনন্য অভিজ্ঞতার স্বাদ দেন।

সংগীত সন্ধ্যা শেষে শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। দর্শক-শ্রোতারা এমন একটি শিল্পগুণে ভরপুর সন্ধ্যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা রাখেন। উল্লেখ্য যে, ড. খান আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গৌরীপ্রসন্ন মজুমদার ও পুলক বন্দোপাধ্যায়ের গানের শিল্পমূল্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।