১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সমাজের অনেকের প্রতিচ্ছবি- ‘উত্তরণ’

২৬ জুন সন্ধ্যা ৭:১৫ – মঞ্চে ফিরছে উত্তরণ

বিবেকানন্দ থিয়েটারের তেইশতম প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘উত্তরণ’। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনার পাশাপাশি নাম ভূমিকায় অভিনয় করছেন শুভাশীষ দত্ত তন্ময়।

আগামী ২৬ জুন, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭:১৫ মিনিটে, রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির ৩৩তম মঞ্চায়ন।

নাটকটির গল্প গড়ে উঠেছে “উত্তরণ” নামের এক চরিত্রকে ঘিরে। সে এক পঙ্কিল, পথভ্রষ্ট জীবন থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। নিজের ভেতরের অন্ধকার সরিয়ে আলোতে ফিরতে চায়। কিন্তু সমাজ, মানুষ আর নিয়তির জালে বন্দি হয়ে উত্তরণরা কি সত্যিই আলোয় ফিরতে পারে? এ প্রশ্ন নিয়েই নাটকটি এগিয়ে যায়।

নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, “যেমন গভীর আঁধার শেষে মানুষ অপেক্ষা করে সূর্যোদয়ের, তেমনি উত্তরণদের মধ্যেও থাকে আলোর প্রত্যাশা। এই নাটক তাদের অন্তরের সেই আলো জ্বালানোর চেষ্টা।”

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, “বিবেকানন্দ থিয়েটারের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম কাল্পনিক চরিত্রের ভিত্তিতে একটি দলগত অভিনয় উপযোগী নাটক। নাট্যকার সেই ভাবনাকে গুরুত্ব দিয়েছেন। আমরা মঞ্চে জীবনের বাস্তব অনুভব তুলে ধরার চেষ্টা করছি।”

নাটকটির মঞ্চ নির্মাণে কাজ করেছেন ফজলে রাব্বি সুকর্ণ, আলো পরিকল্পনায় পলাশ হেনড্রী সেন, সঙ্গীত ও পোস্টার ডিজাইনে হামিদুর রহমান পাপ্পু, পোশাক ও রূপসজ্জায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময় নিজেই।

অভিনয়ে রয়েছেন:
শুভাশীষ দত্ত তন্ময়, শান্তনু সাহা, রাজীব দেব অমিত, সুধাংশু নাথ, শফিকুল ইসলাম, রিমন সাহা, সুমিত চন্দ্র দাস, অভয় সাহা, প্লাবন আহমেদসহ আরও অনেকে।

ঈদের পর এই মঞ্চায়ন নাট্যপ্রেমীদের জন্য একটি বিশেষ উপহার হতে চলেছে। ৩৩তম প্রদর্শনী নতুনভাবে আলোচনায় আনবে ‘উত্তরণ’কে—একটি জীবনবোধের যাত্রা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাবধানে সড়কে চলি

সমাজের অনেকের প্রতিচ্ছবি- ‘উত্তরণ’

২৬ জুন সন্ধ্যা ৭:১৫ – মঞ্চে ফিরছে উত্তরণ

Update Time : ০৭:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বিবেকানন্দ থিয়েটারের তেইশতম প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘উত্তরণ’। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনার পাশাপাশি নাম ভূমিকায় অভিনয় করছেন শুভাশীষ দত্ত তন্ময়।

আগামী ২৬ জুন, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭:১৫ মিনিটে, রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির ৩৩তম মঞ্চায়ন।

নাটকটির গল্প গড়ে উঠেছে “উত্তরণ” নামের এক চরিত্রকে ঘিরে। সে এক পঙ্কিল, পথভ্রষ্ট জীবন থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। নিজের ভেতরের অন্ধকার সরিয়ে আলোতে ফিরতে চায়। কিন্তু সমাজ, মানুষ আর নিয়তির জালে বন্দি হয়ে উত্তরণরা কি সত্যিই আলোয় ফিরতে পারে? এ প্রশ্ন নিয়েই নাটকটি এগিয়ে যায়।

নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, “যেমন গভীর আঁধার শেষে মানুষ অপেক্ষা করে সূর্যোদয়ের, তেমনি উত্তরণদের মধ্যেও থাকে আলোর প্রত্যাশা। এই নাটক তাদের অন্তরের সেই আলো জ্বালানোর চেষ্টা।”

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, “বিবেকানন্দ থিয়েটারের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম কাল্পনিক চরিত্রের ভিত্তিতে একটি দলগত অভিনয় উপযোগী নাটক। নাট্যকার সেই ভাবনাকে গুরুত্ব দিয়েছেন। আমরা মঞ্চে জীবনের বাস্তব অনুভব তুলে ধরার চেষ্টা করছি।”

নাটকটির মঞ্চ নির্মাণে কাজ করেছেন ফজলে রাব্বি সুকর্ণ, আলো পরিকল্পনায় পলাশ হেনড্রী সেন, সঙ্গীত ও পোস্টার ডিজাইনে হামিদুর রহমান পাপ্পু, পোশাক ও রূপসজ্জায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময় নিজেই।

অভিনয়ে রয়েছেন:
শুভাশীষ দত্ত তন্ময়, শান্তনু সাহা, রাজীব দেব অমিত, সুধাংশু নাথ, শফিকুল ইসলাম, রিমন সাহা, সুমিত চন্দ্র দাস, অভয় সাহা, প্লাবন আহমেদসহ আরও অনেকে।

ঈদের পর এই মঞ্চায়ন নাট্যপ্রেমীদের জন্য একটি বিশেষ উপহার হতে চলেছে। ৩৩তম প্রদর্শনী নতুনভাবে আলোচনায় আনবে ‘উত্তরণ’কে—একটি জীবনবোধের যাত্রা।