১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আঁখি চৌধুরীর দ্বৈত রূপে দর্শক-চমক, শিগগির একুশে টিভিতে ‘প্রবাসীর সৎ বোন’

একুশে টেলিভিশনের পর্দায় খুব শীঘ্রই আসছে প্রতীক্ষিত নাটক ‘প্রবাসীর সৎ বোন’,যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করে চমক দিতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা আঁখি চৌধুরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। বিশেষ এই নাটকে আঁখি চৌধুরীকে দেখা যাবে দুইটি ভিন্ন নাম ও স্বভাবে, দুটি চরিত্রে— সোহানা এবং সান্তনা।

নাটকে আঁখি চৌধুরীর অভিনয় যেন এক রকম চমক। চরিত্র দুটির রহস্য এখনও পুরোপুরি প্রকাশ না হলেও দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। গণমাধ্যমে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও আখি বলেন,

“আমার দুটো চরিত্র দু রকমের। আশাকরি দর্শকরা দেখে অনেক কিছু শিখতে পারবে এবং আনন্দ পাবে। আপনারা হচ্ছেন আমার পথচলার অনুপ্রেরণা। অবশ্যই নাটকটি দেখবেন। আমার সকল ভক্তদের জন্য শুভকামনা ও ভালোবাসা।”

আঁখি চৌধুরীর ভক্তরা বরাবরের মতোই তার অভিনয়ে মুগ্ধ, তবে এই নাটকে তার দ্বৈত চরিত্র দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হতে চলেছে। তিনি আরও জানান,

“আমি আশা করছি, দর্শকরা নাটকটিতে আমাকে একেবারে আলাদা রকমের দেখতে পাবে। গল্পটা খুবই সুন্দর ছিল, আর আমার চরিত্রগুলো সত্যিই চ্যালেঞ্জিং ছিল।”

নাটকটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ, ফারুকী আহমেদ, সালেহা আদারওয়াইজ সহ আরও অনেকে। নাটকের গল্প আবর্তিত হয়েছে প্রবাসী জীবনের টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং আত্মিক টানাপোড়েন ঘিরে। চিত্রনাট্য যেমন আবেগঘন, তেমনি চরিত্রগুলোও বাস্তবধর্মী,যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে বলে আশা করা হচ্ছে।

একুশে টেলিভিশনের দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশেষ উপহার। যারা আঁখি চৌধুরীর ভিন্নধর্মী ও শক্তিশালী অভিনয় দেখতে চান, তাদের জন্য ‘প্রবাসীর সৎ বোন’হতে পারে একটি না ভুলবার মত নাটক।

নাটকের সম্প্রচার সময় ও দিন খুব শীঘ্রই একুশে টিভি কর্তৃপক্ষ জানাবে। তবে ইতিমধ্যেই নাটকটি নিয়ে শুরু হয়েছে দর্শকমহলে জোর আলোচনা।

চিত্রনায়িকা আঁখি চৌধুরীর ভিন্নধর্মী এই দ্বৈত চরিত্রের নাটকটি মিস না করতে একুশে টেলিভিশনের পর্দায় চোখ রাখুন!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাবধানে সড়কে চলি

আঁখি চৌধুরীর দ্বৈত রূপে দর্শক-চমক, শিগগির একুশে টিভিতে ‘প্রবাসীর সৎ বোন’

Update Time : ০২:০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

একুশে টেলিভিশনের পর্দায় খুব শীঘ্রই আসছে প্রতীক্ষিত নাটক ‘প্রবাসীর সৎ বোন’,যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করে চমক দিতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা আঁখি চৌধুরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। বিশেষ এই নাটকে আঁখি চৌধুরীকে দেখা যাবে দুইটি ভিন্ন নাম ও স্বভাবে, দুটি চরিত্রে— সোহানা এবং সান্তনা।

নাটকে আঁখি চৌধুরীর অভিনয় যেন এক রকম চমক। চরিত্র দুটির রহস্য এখনও পুরোপুরি প্রকাশ না হলেও দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। গণমাধ্যমে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও আখি বলেন,

“আমার দুটো চরিত্র দু রকমের। আশাকরি দর্শকরা দেখে অনেক কিছু শিখতে পারবে এবং আনন্দ পাবে। আপনারা হচ্ছেন আমার পথচলার অনুপ্রেরণা। অবশ্যই নাটকটি দেখবেন। আমার সকল ভক্তদের জন্য শুভকামনা ও ভালোবাসা।”

আঁখি চৌধুরীর ভক্তরা বরাবরের মতোই তার অভিনয়ে মুগ্ধ, তবে এই নাটকে তার দ্বৈত চরিত্র দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হতে চলেছে। তিনি আরও জানান,

“আমি আশা করছি, দর্শকরা নাটকটিতে আমাকে একেবারে আলাদা রকমের দেখতে পাবে। গল্পটা খুবই সুন্দর ছিল, আর আমার চরিত্রগুলো সত্যিই চ্যালেঞ্জিং ছিল।”

নাটকটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ, ফারুকী আহমেদ, সালেহা আদারওয়াইজ সহ আরও অনেকে। নাটকের গল্প আবর্তিত হয়েছে প্রবাসী জীবনের টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং আত্মিক টানাপোড়েন ঘিরে। চিত্রনাট্য যেমন আবেগঘন, তেমনি চরিত্রগুলোও বাস্তবধর্মী,যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে বলে আশা করা হচ্ছে।

একুশে টেলিভিশনের দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশেষ উপহার। যারা আঁখি চৌধুরীর ভিন্নধর্মী ও শক্তিশালী অভিনয় দেখতে চান, তাদের জন্য ‘প্রবাসীর সৎ বোন’হতে পারে একটি না ভুলবার মত নাটক।

নাটকের সম্প্রচার সময় ও দিন খুব শীঘ্রই একুশে টিভি কর্তৃপক্ষ জানাবে। তবে ইতিমধ্যেই নাটকটি নিয়ে শুরু হয়েছে দর্শকমহলে জোর আলোচনা।

চিত্রনায়িকা আঁখি চৌধুরীর ভিন্নধর্মী এই দ্বৈত চরিত্রের নাটকটি মিস না করতে একুশে টেলিভিশনের পর্দায় চোখ রাখুন!