
ভোলা জেলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের নব গঠিত যুবদলের কমিটির সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সরকারি চাল চুরি মামলার ২ নং আসামি মো. জাফর হাওলাদার।
গত ১১ তারিখে দৌলতখান উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত আংশিক কমিটিতে তার নাম থাকায় দলীয় ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
জানাযায়, ২০২৫ সালে মার্চে ৩০ তারিখে দ্যৌলতখান মেট্রোপলিটন আদালতে মামলাটি হয়, যাহার মামলা নম্বর ৫০।
নাম প্রকারশ অনিচ্ছুক স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সরকারি চাল চুরি ও আত্মসাৎ মামলার ২নং আসামি কিভাবে যুবদলের ইউনিয়নের সাধারণ সম্পাদক হয়? দীর্ঘ স্বৈরাচার সরকারের জেল জুলুম অত্যাচার সহ্য করে অনেক ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে একজন চাল চোরকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
এবিষয়ে দৌলতখান উপজেলা যুবদলের সভাপতি লিটনকে একাধিক কল দেওয়ার পরেও তিনি রিসিভ করেনি।
দৌলতখান যুবদলের সদস্য সচিব মো. রিয়াজ এবিষয়ে জানান, জাফর হাওলাদারের নামে যে মামলাটি রয়েছে সেটি চলমান বিচারাধীন। তারপরেও বিষয়টি আমরা ওপর লেভেলে জানিয়েছি।
এদিকে একই উপজেলার সৈয়দপুর ইউনিয়ন যুব দলের সহ সাধারণ সম্পাদক পদ পান সাবেক স্থানীয় এমপি আলী আজম মুকুলের ঘনিষ্ঠ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জামাল।